করোনাভাইরাসে আক্রান্ত হয়ে দেশে চব্বিশ ঘণ্টায় আরও ৩৪ জনের মৃত্যু হয়েছে। এই সময়ে ১০ হাজার ৮০১টি নমুনা পরীক্ষা করে সংক্রমণ ধরা পড়েছে ১ হাজার ৯৭৩ জনের শরীরে।

দেশে গত মার্চের শুরুর দিকে কভিড-১৯ এর সংক্রমণ শনাক্ত হওয়ার পর রবিবার পর্যন্ত মোট মৃতের সংখ্যা দাঁড়াল ৩ হাজার ৯৪১ জনে।

আক্রান্তের সংখ্যা দাঁড়াল ২ লাখ ৯৪ হাজার ৫৯৮ জন। এর মধ্যে নতুন করে ৩ হাজার ৫২৪ জনসহ মোট সুস্থ হয়েছেন ১ লাখ ৭৯ হাজার ৯১ জন।


দেশের সবশেষ করোনা পরিস্থিতি নিয়ে রবিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *