বিয়ানীবাজার উপজেলায় করোনাভাইরাসের সংক্রমণ ধীরে ধীরে ভয়ংকর রূপ ধারণ করেছে। প্রতিদিনই উপজেলার কোথাও কোথাও আক্রান্তদের সংখ্যা বাড়ছে। এ উপজেলায় একদিনে নতুন করে আরও ৫জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২৯২ জনে। শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, শনিবার সকালে নতুন আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত করার পাশাপাশি সংস্পর্শে আসাদের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হবে।
এদিকে, উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ইতোমধ্যে ১৫জন রোগী মৃত্যুবরণ করেছেন। এছাড়া এ উপজেলায় এখন পর্যন্ত করোনাকে জয় করে ১৯৬জন রোগী সুস্থ হয়েছেন।