বিয়ানীবাজারে করোনায় মারা যাওয়া পৌরসভার ৭, ৮ ও ৯নং ওয়ার্ডের সংরক্ষিত ওয়ার্ডের (মহিলা) কাউন্সিলর ও প্যানেল মেয়র-৩ রুশনা বেগমের দাফন সম্পন্ন হয়েছে। শনিবার (৮ আগস্ট) সকাল ১০ টায় স্বাস্থ্যবিধি মেনে পৌর এলাকার সুপাতলা গ্রামের পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হয়। এর আগে সুপাতলা শাহী ঈদগাহ মাঠে তার জানাযার নামাজ অনুষ্ঠিত হয়।

উপজেলা স্বাস্থ্য বিভাগের নির্ধারিত নারী স্বেচ্ছাসেবকরা মরদেহ গোসল করিয়ে দাফনের জন্য প্রস্তুত করতে সহযোগিতা করেন।

নিহত রুশনা বেগম (৫৫) বিয়ানীবাজার পৌরসভার নারী কাউন্সিলর ও প্যানেল মেয়র ছিলেন। শুক্রবার রাত সোয়া ১০টায় সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

জানা গেছে, রুশনা বেগম হৃদরোগজনিত কারণে গত পাঁচদিন আগে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি হন। পরে তার শরীরের নমুনা পরীক্ষা করানো হলে করোনাভাইরাস ধরা পড়ে। সে হাসাপাতালেই চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন।

করোনায় মারা যাওয়া রুশনা বেগমের বাড়ি পৌরসভার সুপাতলা গ্রামে। তিনি চার সন্তানের জননী।

এদিকে সহকর্মীর মৃত্যুতে শোক জানিয়েছেন বিয়ানীবাজার পৌরসভার মেয়র মো. আব্দুস শুকুরসহ অপর কাউন্সিলাররা। তারা এক যৌথ বিবৃতিতে বলেন, কাউন্সিলার রুশনা একজন মানবদরদী জনপ্রতিনিধি ছিলেন। তিনি এলাকার উন্নয়নে একজন নিবেদিতপ্রাণ নারী হিসেবে সুনাম অর্জন করেছেন। পৌরবাসী তার অকাল মৃত্যুতে শোকাহত।

মেয়র ছাড়াও আরো যারা শোক জানিয়েছেন কাউন্সিলার ছয়ফুল আলম ঝুনু, কাউন্সিলার নাজিম উদ্দিন, কাউন্সিলার সাহাব উদ্দিন, কাউন্সিলার সিরাজ উদ্দিন সরাজ, কাউন্সিলার মিছবাহ উদ্দিন, কাউন্সিলার আকছার হোসেন, কাউন্সিলার এমাদ আহমদ, কাউন্সিলার আব্দুল কাইয়ুম, কাউন্সিলার আব্দুর রহমান আফজল, কাউন্সিলার মরিয়ম বেগম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *