সিলেটে নিষিদ্ধ ঘোষিত জঙ্গি সংগঠন নব্য জেএমবির সিলেট সেক্টর কমান্ডারসহ পাঁচ সদস্যকে আটক করা হয়েছে।

গত রোববার রাতে নগরীর মিরাবাজারের উদ্দীপন ৫১ নম্বর বাসা থেকে তাকে আটক করা হয়। 

আটককৃতরা হলেন- নাইমুজ্জামান, সায়েম ও সাদি। বাকি দুজনের নাম এখনও জানা যায়নি। এদের মধ্যে নাইমুজ্জামান নব্য জেএমবির সিলেটের আঞ্চলিক কমান্ডার বলে জানা গেছে। 

মঙ্গলবার ভোর পর্যন্ত বাকি চারজনকে নগরী ও শহরতলির বিভিন্ন স্থান থেকে আটক করে ঢাকা থেকে আসা পুলিশের বিশেষ একটি ইউনিট। 

আটক সায়েম মদনমোহন কলেজের ছাত্র, সাদি ও নাইমুজ্জামান শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন।

ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের (সিটিটিসি) উপকমিশনার (ডিসি) সাইফুল ইসলাম অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, সিলেটে আমাদের একটি টিম গেছে। গ্রেফতারকৃতদের ঢাকায় এনে জিজ্ঞাসাবাদের পর পুরো বিষয়টি বলা যাবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *