বিয়ানীবাজারে আরও বৃদ্ধার প্রাণ কেড়ে নিল করোনায়, প্রতিদিন এ উপজেলার কোথাও কোথাও বাড়ছে আক্রান্তদের সংখ্যা। একই সাথে পাল্লা দিয়ে দীর্ঘ হচ্ছে মৃত্যুর মিছিল। আর এই মিছিলে যোগ হচ্ছেন শুধুই বয়স্করা। মঙ্গলবার (২৫ আগস্ট) নতুন করে এ উপজেলায় করোনা কেড়ে নিয়েছে আরও এক ষাটোর্ধ বৃদ্ধার প্রাণ। এ নিয়ে উপজেলায় মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ১৬ জনে।

নিহত বৃদ্ধার নাম বিলাতুন নেসা (৬০)। বাড়ি পৌরসভার কসবা বাঘেরটিলা গ্রামে। মঙ্গলবার দুপুর দেড়টায় তিনি নিজ বাড়িতে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। বাদ এশা স্বাস্থ্যবিধি মেনে মরহুমার জানাজা ও দাফন কার্য সম্পন্ন হবে বলে জানা গেছে।

এ তথ্য নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার ডা. আবু ইসহাক আজাদ।

তিনি জানান, বিলাতুন নেসার শরীরের গত ৬ আগস্ট করোনা শনাক্ত হয়। এরপর থেকেই উপজেলা স্বাস্থ্য বিভাগের তত্ত্বাবধায়নে তিনি হোম আইসোলেশনে চিকিৎসাধীন ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *