সিলেট নগরীর চৌহাট্টা পয়েন্টে একটি কালো রঙের পালসার মোটরসাইকেলকে ঘিরে রেখেছে পুলিশ। মোটরসাইকেলের মধ্যে বোমা থাকার গুঞ্জন ছড়িয়ে পড়েছে। এর ফলে দেখা দিয়েছে আতঙ্ক।

বুধবার রাত সোয়া ৮টায় এই প্রতিবেদন লেখা অবধি পুলিশের বেশ কিছু সদস্যকে ঘটনাস্থলের পাশে সতর্ক অবস্থায় থাকতে দেখা গেছে। পুলিশের ক্রাইসিস রেসপন্স টিমের (সিআরটি) সদস্যদেরকেও ঘটনাস্থলের পাশে অবস্থান করতে দেখা গেছে।

সরেজমিনে দেখা যায়, সিলেট কেন্দ্রীয় শহীদ মিনারের সামন থেকে চৌহাট্টা পয়েন্ট ঘিরে রেখেছে পুলিশ। চৌহাট্টা পয়েন্টে আগে পুলিশ বক্স যেখানে ছিল, এর পাশে রয়েছে ওই মোটরসাইকেলটি।

এ প্রসঙ্গে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার জ্যোতির্ময় সরকার বলেন, ‘পুলিশ ঘটনাস্থল ঘিরে রেখেছে। বোমা বিশেষজ্ঞদের খবর দেওয়া হয়েছে। তারা এলে মোটরসাইকেলে বোমা আছে কিনা, নিশ্চিত হওয়া যাবে।’

সূত্র: সিলেটভিউ ২৪ ডটকম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *