ঢাকা থেকে ছেড়ে আসা বিয়ানীবাজারগামী রূপসী বাংলা নাইটকোচ নিয়ন্ত্রণ হারিয়ে দূর্ঘটনার কবলে পড়ে বাসে থাকা যাত্রীদের অনেকেই আহত হয়েছেন। আহতদের উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসা হয়েছে বলে জানা গেছে। শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে বড়লেখার চান্দগ্রাম বাজারে এ দুর্ঘটনাটি ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, ঢাকা থেকে ছেড়ে আসা বিয়ানীবাজারগামী রুপসী বাংলা নাইট কোচ চান্দগ্রাম সেতুতে ওঠার পূর্বে নিয়ন্ত্রণ হারিয়ে চান্দগ্রাম কাচাবাজারের একটি দোকানের দেয়ালে গিয়ে ধাক্কা লাগে। এতে নাইটকোচের সামনের অংশ দুমড়েমুচড়ে যায়। এসময় বাসের যাত্রীদের অনেকেই হতাহত হয়েছে। তাদেরকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়া যাওয়া হয়।
এখন পর্যন্ত হতাহতের পরিচয় জানা যায় নি।