সম্পর্ক স্বাভাবিকের চুক্তির পর ইসরায়েল ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে প্রথমবারের মতো বাণিজ্যিক বিমান চলাচল শুরু হয়েছে। গত মাসে দুই দেশের মধ্যে সম্পর্ক স্বাভাবিক করার চুক্তি অনুসারে বড় ধরনের পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে একে।

বিবিসি এক প্রতিবেদনে জানায়, আজ সোমবার যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের শীর্ষ কর্মকর্তাদের নিয়ে ইসরায়েলের রাজধানী তেল আবিব থেকে সরাসরি আবুধাবিতে ফ্লাইটটি উড়াল দেয়।

শনিবার ইসরায়েলকে বয়কট করে ১৯৭২ সালের করা একটি আইন তুলে নেয় আরব আমিরাত। এরপর দুই দেশের মধ্যে বাণিজ্যিক বিমান কার্যক্রম সচল হয়। ইসরায়েলি ফ্লাইটটি সৌদি আরবের আকাশসীমা অতিক্রম করে আবুধাবিতে পৌঁছায়। সৌদি আরবের আকাশসীমায় ইসরায়েলি ফ্লাইটের ওপর নিষেধাজ্ঞা থাকলেও এদিন তা তুলে নেওয়া হয়।

সোমবার পরিচালিত হওয়া ‘এলওয়াই৯৭১’ ফ্লাইটটিতে যাত্রী হিসেবে ছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের জ্যেষ্ঠ উপদেষ্টা ও জামাত জেরার্ড কুশনার এবং ইসরায়েলের জাতীয় নিরাপত্তা উপদেষ্টা বেন-শাব্বাত।

ট্রাম্পের মধ্যস্থতায় দুই দেশের মধ্যে এ ঐতিহাসিক শান্তিচুক্তিতে বড় ভূমিকা রাখেন জারেড কুশনার। চুক্তি অনুযায়ী আগামী কয়েক সপ্তাহে ইসরায়েল ও আমিরাতের প্রতিনিধিরা বিনিয়োগ, পর্যটন, সরাসরি বিমান চলাচল, নিরাপত্তা, টেলিযোগাযোগ, প্রযুক্তি, জ্বালানি, স্বাস্থ্যসেবা, সংস্কৃতি, পরিবেশ এবং একে অপরের দেশে দূতাবাস স্থাপন নিয়ে দ্বিপক্ষীয় চুক্তি সই করবে।

দেশ দুটির মধ্যে এরই মধ্যে গবেষণা, যোগাযোগ ও টেলিযোগাযোগ স্থাপনসহ বেশ কয়েকটি চুক্তি সম্পাদন হয়েছে। আলোচনা হয়েছে পারস্পরিক নিরাপত্তা নিশ্চিত নিয়েও। এবার চালু হলো বাণিজ্যিক ফ্লাইট কার্যক্রম

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *