বিয়ানীবাজার উপজেলায় নতুন করে আরও দুইজন প্রবাসীসহ ৪জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। সোমবার রাতে উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে।
নতুন আক্রান্তরা হচ্ছেন- মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের মো. খলিল উদ্দিন(৬৩) ও রোকেয়া বেগম (৫১)। তারা দুজনেই প্রবাসী। অন্যরা হচ্ছেন- দুবাগ ইউনিয়নের চরিয়া গ্রামের মাহিন হায়দার (২৩), চারখাই ইউনিয়নের দক্ষিণ নাটেশ্বর গ্রামের আশরাফ আলম (৩৫)।

এছাড়াও এদিন রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে চিকিৎসাধীন পুরাতন করোনা রোগী আব্দুল মালেক (৫৩) এর দ্বিতীয় রিপোর্টও পজেটিভ এসেছে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্র জানায়, মঙ্গলবার সকালে নতুন আক্রান্তদের আইসোলেশন নিশ্চিত করার পাশাপাশি সংস্পর্শে আসাদের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হবে।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ তথ্যানুযায়ী, এ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২৩৬ জনে। এর মধ্যে মৃত্যুবরণ করেছেন ১২ জন এবং সুস্থ হয়েছেন ১৫৬জন।