বিয়ানীবাজারে করোনায় আরো ৭জন আক্রান্ত হয়েছেন। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২৬৪ জনে। বুধবার রাতে এ তথ্য নিশ্চিত করে উপজেলা স্বাস্থ্য বিভাগ।

নতুন আক্রান্তদের মধ্যে লাউতা ইউনিয়নের বাউরভাগ গ্রামের দুজন, মাথিউরায় একজন, পৌরসভার শ্রীধরায় একজন, সুপাতলায় একজন ও খাসায় একজন এবং মুড়িয়া ইউনিয়নের ঘুঙ্গাদিয়া গ্রামের একজন রয়েছেন। বৃহস্পতিবার নতুন আক্রান্ত সকলের আইসোলেশন নিশ্চিত করা হবে। এছাড়া তাদের সংস্পর্শে আসাদের নমুনা সংগ্রহ করে করোনা পরীক্ষার জন্য ল্যাবে প্রেরণ করা হবে।

এনিয়ে, বিয়ানীবাজার উপজেলায় করোনা আক্রান্তদের মধ্যে মারা গেছেন ১৩জন এবং সুস্থ হয়েছেন ১৮৩জন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *