বিয়ানীবাজার পরিবেশক সমিতির নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার সংগঠনের কার্যালয়ে অনুষ্ঠিত এক সাধারণ সভায় সভাপতি হিসেবে মো: আনোয়ার হোসেন খান এবং সাধারণ সম্পাদক মো: নজরুল হোসেনকে মনোনীত করা হয়। অনোয়ার হোসেন খান গত কমিটির সভাপতি এবং নজরুল হোসেন টানা ৬ বারের মত সাধারণ সম্পাদক মনোনীত হলেন। তিনি সংগঠনের প্রতিষ্টাতা সাধারণ সম্পাদক ছিলেন।

এদিকে নতুন কমিটির সভাপতি-সম্পাদক হিসেবে পুণরায় আনোয়ার ও নজরুলকে মনোনীত করায় তারা পরিবেশক সমিতির সকল সদস্যগণের কাছে কৃতজ্ঞতা ও অভিনন্দন প্রকাশ করেন। তারা জানান, স্থানীয় পরিবেশকগণের ন্যায্য হিস্যা আদায়ে তারা সচেষ্ট থাকবেন।
নতুন সভাপতি আনোয়ার হোসেন খান মতিন গ্র“পের ব্যবস্থাপনা পরিচালক এবং নজরুল হোসেন পরিবেশক ব্যবসাসহ জেলা পরিষদের সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন।