কুড়ারবাজার ইউনিয়নে ১১টি স্ট্রীট লাইটের মধ্যে বৈরাগীবাজারে ৩টি এবং খশির আব্দুল্লাহপুরে ১টি স্ট্রীট লাইট স্থাপন করা হয়েছে। বিয়ানীবাজার উপজেলার বিভিন্ন হাট-বাজার, খেয়াঘাট ও গুরুত্বপূর্ণ এলাকায় “টিআর/কাবিখা’র মাধ্যমে স্ট্রীট লাইট স্থাপন প্রকল্পের”কাজ চলমান রয়েছে।

আজ মঙ্গলবার দুপুর ১২ ঘটিকায় স্ট্রীট লাইট স্থাপন কাজ পরিদর্শন করেন বাংলাদেশ আওয়ামী লীগ বিয়ানীবাজার উপজেলা শাখা’র সাধারণ সম্পাদক দেওয়ান মাকসুদুল ইসলাম আউয়াল, এ সময় স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন কুড়ারবাজার ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি আব্দুল কাইয়ুম (আলা উদ্দিন), সাধারণ সম্পাদক খালেদ আহমদ, মুক্তিযোদ্ধা আব্দুল আহাদ কলা, আখতারুজ্জামান (আজব আলী), আলাল উদ্দিন, তুতিউর রহমান তুতা, শফিকুল হক, আব্দুল মালিক সাবেক মেম্বার, হাজী জালাল উদ্দিন, আব্দুল জলিল, সামছুল আলম জাহাঙ্গীর, আলী আহমদ, গোপাল চন্দ্র দাস, শহীদ আহমদ পাখি সহ স্থানীয় আওয়ামী লীগ নেতৃবৃন্দ এবং এলাকার সর্বস্তরের ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উল্লেখ্য : বিয়ানীবাজার উপজেলার ১০টি ইউনিয়নে এই কার্যক্রম অব্যাহত থাকবে এবং এই প্রকল্পে মোট ব্যয় হবে ৮৬,৭৮,৭৯৪/- (ছিয়াশি লক্ষ আটাত্তর হাজার সাতশত চুরানব্বই টাকা)। পৌর এলাকায় ভিন্ন প্রকল্পের আওতায়” স্ট্রীট লাইট স্থাপন” কাজ চলমান রয়েছে।