বিয়ানীবাজার উপজেলায় একদিনে নতুন করে আরও ৬জনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৩১৭জনে। শুক্রবার রাতে উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে।

নতুন আক্রান্তদের মধ্যে সকলেই পুরুষ। প্রত্যেকের বয়স ২৫ বছর থেকে ৭৮ বছরের মধ্যে রয়েছে। এদের মধ্যে ৪জন ব্যাংক কর্মকর্তা রয়েছেন। নতুন আক্রান্তরা হলেন- মাথিউরা ইউনিয়নের পূর্বপার এলাকার হাজী জমির উদ্দিন (৭৮) ও জাহাঙ্গীর আলম (৪৯) এবং ইসলামী ব্যাংক বিয়ানীবাজার শাখার কর্মরত সাহেদ হোসেন (২৫), মোঃ গোফরান আজাদ (২৯), আলী হোসেন (৩৫) ও মাহফুজ উল্লাহ (৩৮)।

এদিকে, উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ইতোমধ্যে ১৭জন রোগী মৃত্যুবরণ করেছেন। এছাড়া এ উপজেলায় এখন পর্যন্ত করোনাকে জয় করে ২১১জন রোগী সুস্থ হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *