
৪৭তম কোপা আমেরিকার চুড়ান্ত সূচি প্রকাশ করা হয়েছে।বৃহস্পতিবার (১৩ আগস্ট) এই সূচি প্রকাশ করেছে লাতিন ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা কনমেবল ।
২০২১ সালের ১১ জুন শুরু হবে লাতিন ফুটবলের জনপ্রিয় এই টুর্নামেন্ট আর শেষ হবে ১১ জুলাই।
জুন-জুলাইয়ে আর্জেন্টিনা ও কলম্বিয়ায় শুরুর কথা ছিল কোপা আমেরিকার ৪৭তম আসর। কিন্তু করোনা ভাইরাসের কারণে সেই সূচি পিছিয়ে দেওয়া হয় এক বছর।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে আর্জেন্টিনা ও চিলি।

অংশগ্রহকারী মোট ১২দলকে সাউথ ও নর্থ জোন নামে দুই গ্রুপে ভাগ করা হয়েছে।

সাউথ জোন: আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলি, বলিভিয়া, প্যারাগুয়ে ও অস্ট্রেলিয়া।
নর্থ জোন: ব্রাজিল, ইকুয়েডর, কলম্বিয়া, কাতার, ভেনেজুয়েলা ও পেরু।