বিয়ানীবাজারে কুড়ারবাজার ইউনিয়নের করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে আরও একজনের মৃত্যুবরন করেছেন। তিনি কুড়ারবাজার ইউনিয়নের দেউলগ্রামের করোনা পজিটিভ শনাক্ত হওয়া বজলুল হক (৬৫) রোববার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে সিলেটের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন।

উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করেছে। স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা গেছে, এর আগে শনিবার রাতে এ উপজেলায় নতুন করে আরও একজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। নতুন আক্রান্ত ব্যক্তির বাড়ি উপজেলার শেওলায়।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সর্বশেষ তথ্যানুযায়ী, এ উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ২৩০ জনে। মৃত্যু বেড়ে দাড়ালো ১২ জনে এবং এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৫৬জন।