বিয়ানীবাজারের শেওলা ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও সাবেক জাতীয় পার্টির সভাপতি মুক্তিযোদ্ধা হাজী আব্দুল জব্বার (জব্বার হাজী) রাষ্ট্রীয় মর্যাদায় জানাযা সম্পন্ন হয়েছে। জানাযার পূর্বে বিয়ানীবাজার থানা পুলিশের একটি দল মুক্তিযোদ্ধা হাজী আব্দুল জব্বারকে গার্ড অনার করে সম্মান জানান।

জানাজার পুর্ববর্তী সংক্ষীপ্ত সভায় বক্তব্য রাখেন বিয়ানীবাজার পৌর জাতীয় পার্টি সভাপতি মো. শামসুদ্দিন রানা, বিয়ানীবাজার উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও মুক্তিযোদ্ধা সংসদের প্রাক্তন কমাণ্ডার আতাউর রহমান খান, বিয়ানীবাজার পৌর বিএনপির সভাপতি আবু নাছের পিন্টু, কুড়ারবাজার ইউপি চেয়ারম্যান আবু তাহের, প্রয়াত মুক্তিযোদ্ধা আব্দুল জব্বারের ছেলে কবির আহমদ। জানাজায় কুড়ারবাজার ইউনিয়নের গণ্যমান্য ব্যক্তিবর্গ, জাতীয় পার্টি ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরাসহ স্থানীয় বাজারের ব্যবসায়ীবৃন্দ অংশ নেন।
মরহুমের প্রথম জানাযা দুপুর আড়াইটায় সিলেট নগরীতে অনুষ্ঠিত হয়, দ্বিতীয় জানাযা বাদ আছর বৈরাগীবাজারে হাজী আব্দুল জব্বার মার্কেট প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়, তৃতীয় জানাযা বিকাল ৬:১৫ মিনিটে বড় শালেশ্বর কুতুবিয়া জামে মসজিদে জানাযা শেষে পারিবারিক গোরস্থানে দাফন করা হয়েছে।