
সাতক্ষীরার তালায় দলীয় পদ না পেয়ে ফেসবুকে স্ট্যাটাস দিয়ে এক ঘন্টা পর রিয়াদ হোসেন বাবু (২৫) নামের এক যুবক আত্মাহত্যা করেছে। সে তালা উপজেলার হরিসচন্দ্রকাটি গ্রামের শেখ মঞ্জুরুল রহমানের পুত্র।
ফেসবুকে সে ত্যাড়া মুন্সী বাবু নামেই পরিচিত। শুক্রবার সন্ধ্যার দিকে নিজের ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দিয়ে সে বিষপান করে আত্যাহত্যা করে।

এ বিষয়ে তালা উপজেলা ছাত্রলীগের সভাপতি শেখ সাদী বলেন, উপজেলা কমিটি মাত্র দুই সদস্যের, সভাপতি এবং সাধারণ সম্পাদক। সাতক্ষীরা জেলা কমিটি বিলুপ্ত হওয়ায় উপজেলা কমিটি সেভাবেই আছে। আমরা সম্প্রতি কোন কমিটিও দেইনি, সে কারণে টাকা লেনদেনের কোন প্রশ্নই আসে না।
সে উপজেলা ছাত্রলীগের আগের কমিটিতে ছিলো কিন্তু কোন পদে ছিলো সেটা বলতে পারবো না। আমার কমিটি আসার পর তাকে ছাত্রলীগে সক্রিয় দেখা যায়নি। তবে সে কেন এ ধরনের স্ট্যাটাস দিলো বিষয়টি বুঝতে পারছি না।
এ ঘটনায় তালা থানার ওসি মেহেদী রাসেল বলেন, বিষয়টি আমি শুনেছি আমরা ধারণা করছি সে পারিবারিক কলাহের জের ধরেই আত্মহত্যা করেছে। বর্তমান লাশ ময়নাতদন্তের জন্য প্রস্তুতি গ্রহণ করা হচ্ছে।