সিলেট নগরীর কাজীটুলা এলাকায় তামান্না বেগম নামে এক নববধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনার পর থেকে তার স্বামী নিখোঁজ রয়েছেন।

স্থানীয়রা জানান, আজ (রোববার) দুপুরের দিকে নগরির কাজীটুলার অন্তরঙ্গ ৪ নং বাসার তালাবদ্ধ কক্ষ থেকে গৃহবধূ তামান্নার লাশ উদ্ধার করে পুলিশ। এসময় মরদেহের গলায় ফাঁস লাগানো অবস্থায় পাওয়া যায়।

পুলিশের ধারনা গলায় কিছু প্যাঁচিয়ে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়েছে । রোববার রাত ১২টার আগেই এই হত্যাকান্ড সংগঠিত হয়েছে বলে ধারনা তাদের। 

এলাকাবাসী জানান, তামান্নার স্বামীর নাম মো. আল মামুন। তার বাড়ি বরিশালের হোগলার চরে। আর তামান্নার বাড়ি সিলেটের দক্ষিণ সুরমার লালাবাজার এলাকায়। গত ৩০ সেপ্টেম্বর পারিবারিকভাবে ব্যবসায়ী আল মামুনের সাথে তামান্নার বিয়ে হয়। 

এদিকে মরদেহ মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে পুলিশ। 

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপ পুলিশ কমিশনার আশরাফ উল্লাহ তাহের (গণমাধ্যম) বলেন, কি কারণে এই হত্যাকাণ্ড তা তদন্ত করে দেখা হচ্ছে। নিহতের স্বামীকে গ্রেপ্তারেও অভিযান চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *