
আজ থেকে মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হচ্ছে বঙ্গবন্ধু টি-টোয়েন্টি টুর্নামেন্ট। দুপুরে এই টুর্নামেন্টের উদ্বোধন করবেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন।
উদ্বোধনী ম্যাচে মুখোমুখি হবে মুশফিকুর রহিমের বেক্সিমকো ঢাকা বনাম নাজমুল হোসেন শান্তর মিনিস্টার গ্রুপ রাজশাহী।
বঙ্গবন্ধু টি-টোয়েন্টি কাপের প্রতিটি ম্যাচ সরাসরি সম্প্রচার করবে বাংলাদেশের নতুন স্পোর্টস টিভি চ্যানেল ‘টি স্পোর্টস’। আগামীকাল দুপুর ১:৩০ মিনিটে শুরু হবে এই ম্যাচ। তবে উদ্বোধনী ম্যাচের আগে বড় ধরনের দুঃসংবাদ শুনেছে মিনিস্টার গ্রুপ রাজশাহী। গতকাল অনুশীলনের সময় ইনজুরিতে পড়েছেন জাতীয় দলের অলরাউন্ডার মোহাম্মদ সাইফুদ্দিন। তাই উদ্বোধনী ম্যাচে একাদশে থাকাটা অনেকটাই অনিশ্চিত।
আগামী কালকের ম্যাচের জন্য দুই দলের সম্ভাব্য একাদশঃ-
মিনিস্টার গ্রুপ রাজশাহী সম্ভাব্য একাদশঃ-
রনি তালুকদার, নাজমুল হোসেন শান্ত(অধিনায়ক),
জাকের আলী অনিক, মোহাম্মদ আশরাফুল, নুরুল হাসান সোহান(উইকেট কিপার), আনিসুল ইসলাম ইমন, শেখ মেহেদী হাসান, ফরহাদ রেজা, সানজামুল ইসলাম, এবাদত হোসেন, মুকিদুল ইসলাম মুগ্ধ।