বিয়ানীবাজার পৌরশহরের নয়াগ্রামে জামিল আহমেদ নামের এক যুবক ভবনের থেকে পড়ে গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছে। তিনি মঙ্গলবার দিবাগত রাতে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা গেছে, গত ৩ নভেম্বর পৌরশহরে কর্মরত অবস্থায় ৩ তলা ভবন থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলে তাকে উদ্ধার করে সিলেট নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয় এবং সেখানে চিকিৎসাধীন অবস্থায় ছিলেন।

নিহত জামিল আহমদের বাড়ি পৌরশহরের নয়াগ্রামে। বুধবার বাদ জোহর পিএইচজি সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে জানাজার নামাজ অনুষ্ঠিত হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *