কাতারের দোহায় অবস্থানরত বৈরাগীবাজার এলাকার প্রবাসীদের সংগঠন বৈরাগীবাজার প্রবাসী কল্যাণ সংস্থার পক্ষ থেকে বৈরাগীবাজার এলাকার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে নগদ অর্থের বিশেষ শিক্ষা সহায়তা অনুদান দেয়া হয়।
(১৭ নভেম্বর) বুধবারে সংস্থাটির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দের উপস্থিতিতে মাদ্রাসার অফিস কক্ষে বৈরাগীবাজার সিনিয়র মাদ্রাসা শিক্ষাবৃত্তি ফান্ড গঠনের লক্ষ্যে নগদ ৫০ হাজার টাকা, নবপ্রতিষ্ঠিত বেস্ট উম্মাহ কিন্ডারগার্টেন মাদ্রাসায় নগদ ২৫ হাজার টাকা এবং দারুস সুন্নাহ মুহাম্মদিয়া বৈরাগীবাজারে ২৫ হাজার টাকার নগদ অর্থ অনুদান প্রদান করা হয়। বৈরাগীবাজার সিনিয়র মাদ্রাসায় আনুষ্ঠানিক অনুদান প্রদান কালে সংস্থাটির পক্ষে উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শাহীন আহমদ সহ অন্যান্য সদস্যদের মধ্যে বজলুর রহমান শাহিদুল বাসার টিপু ও ছয়দুর রহমান।

এ সময় আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বৈরাগীবাজার আইডিয়াল ডিগ্রী কলেজের (ভারপ্রাপ্ত) অধ্যক্ষ আবুল হাসানাত, ইউপি সদস্য মাসুম আহমদ মাদ্রাসার এডহক কমিটির অভিভাবক সদস্য জামাল উদ্দিন ও ব্যবসায়ী রাজুল ইসলাম। বৈরাগীবাজার সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মোঃ মাহবুব আহমদ সংস্থাটির নেতৃবৃন্দকে স্বাগত জানান এবং তাদের এই শিক্ষা সহায়তার জন্য সংস্থাটির প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। এই ধরনের অনুদান অত্র এলাকার শিক্ষা বিস্তারে ব্যাপক ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।