বিয়ানীবাজার উপজেলায় একদিনে নতুন করে আরও তিনজনের শরীরে করোনা ভাইরাসের অস্তিত্ব শনাক্ত হয়েছে। এ নিয়ে উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দাড়িয়েছে ৪২৩জনে। মঙ্গলবার সকালে উপজেলা স্বাস্থ্য বিভাগ এ তথ্য নিশ্চিত করে।

নতুন আক্রান্তরা হলেন- মাথিউরার রাশেদ চৌধুরী (২৮) এবং উত্তর আকাখাজানা গ্রামের মোর্শেদা কুদ্দুস বেগম (২২) ও আশরাফ কুদ্দুস বেগম (২৭)।

এদিকে, উপজেলায় করোনায় আক্রান্ত হয়ে ইতোমধ্যে ২৪জন রোগী মৃত্যুবরণ করেছেন। এছাড়া এ উপজেলায় এখন পর্যন্ত করোনাকে জয় করে ৩৮৪জন রোগী সুস্থ হয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *