করোনায় প্রার্দুভাবের কারনে দীর্ঘ নয় মাস পর বৈরাগীবাজারে সাজেদ-ওয়াজেদ ফুটবল টুর্ণামেন্ট আবার মাঠে গড়িয়েছে। কাতার প্রবাসী মো. লুৎফুর রহমান এর পৃষ্ঠপোষকতায়, বৃহত্তর বৈরাগীবাজার এলাকাবাসীর আয়োজনে, সাজেদ-ওয়াজেদ ফুটবল টুর্ণামেন্টে বিয়ানীবাজার রাজমেস্তুরী সমিতি বনাম বড়লেখা একাডেমী এর মধ্যকার প্রথম কোয়ার্টার ফাইনাল ম্যাচ (১৮ ডিসেম্বর) শুক্রবার বিকাল ৩ ঘটিকায় বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়েছে।

বিয়ানীবাজার রাজমেস্তুরী সমিতি ১ মাত্র গোলে বড়লেখা ফুটবল একাডেমীকে পরাজিত করে সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে।

ম্যাচে অসাধারণ নৈপূর্ণ্য দেখিয়ে ম্যান অব দ্যা ম্যাচ নির্বাচিত হয়েছেন রাজমেস্তুরীর রাসেল। রাসেল ও গোলদাতা নাবিলকে পুরুষ্কার তুলে দিচ্ছেন আজকের ম্যাচে প্রধান অতিথি বিয়ানীবাজার খেলোয়াড় কল্যাণ সমিতির সভাপতি ফয়ছল আহমদ, বিশেষ অতিথি বিয়ানীবাজার উপজেলা ক্রীড়া সংস্থার সহসভাপতি খসরু, টু্র্ণামেন্ট পরিচালনা কমিটির সভাপতি তুতিউর রহমান তুতা, পৃষ্ঠপোষক কাতার প্রবাসী লুৎফুর রহমান, সাবেক ফুটবলার ছয়দুর রহমান, আতিকুল ইসলাম, জলাল উদ্দিন।