গত ২৪ অক্টোবর প্রেমিক রোহান প্রীত সিংয়ের সঙ্গে বিবাহবন্ধনে অবদ্ধ হয়েছিলেন ভারতের জনপ্রিয় কণ্ঠশিল্পী নেহা কাক্কার। এরই মধ্যে প্রকাশ্যে এলো, বলিউডের এই গায়িকার মা হওয়ার খবর।

অনেক ধুমধাম করে বিয়ে হয় রোহান প্রীত ও জনপ্রিয় কণ্ঠশিল্পী নেহা কাক্কারের। ২৪ অক্টোবরে তাদের বিয়ের অনুষ্ঠানকে ঘিরে অনেক আলোচনা-সমালোচনাও হয়েছে। আবারও আলোচনায় আসলেন নেহা। এবার তার মা হওয়ার গুঞ্জন উঠেছে। শুক্রবার সকাল ৮টা ৫৫ মিনিটে সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে স্বামীর সঙ্গে তোলা একটি ছবি শেয়ার করেছেন নেহা। আর সেখানে তার বেবিবাম্প দেখা যাচ্ছে। এরপর থেকেই ৩২ বছর বয়সী এই তারকার সন্তানসম্ভবা হওয়ার ‍গুঞ্জন শুরু হয়েছে।

শেয়ার করা ছবির ক্যাপশনে হ্যাসট্যাগ দিয়ে নেহা কাক্কার লিখেছেন- ‘খেয়াল রাখখা কার।’ যা শুনে রোহন বলেন, অবশ্যই এবার থেকে নেহুর খেয়াল বেশি করে রাখবেনতবে এটি কোনো গানের শুটিংয়ের দৃশ্য নাকি সত্যি সত্যি বলিউডের এই গায়িকা মা হতে যাচ্ছেন এখ

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *