যুক্তরাজ্য থেকে সিলেটের এমএজি ওসমানী বিমানবন্দরে এসে পৌঁছেছে বিমান বাংলাদেশের একটি ফ্লাইট। সোমবার (৪ জানুয়ারি) বেলা ১২ টায় ফ্লাইটটি সিলেটে এসে পৌঁছায়। এ বিমানে আসা যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে নিয়ে আসতে প্রস্তুত করা হয়েছে ৩ টি বিআরটিসি বাস। ইতোমধ্যে বাসগুলো সিলেটের এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছেছে।

বিমান বাংলাদেশের ওই ফ্লাইটে করে যুক্তরাজ্যের লন্ডন থেকে ৪২ জন যাত্রী সিলেটে এসেছেন। তাদেরকে কোয়ারেন্টাইনে রাখার জন্য নগরীর দর্গাগেট এলাকায় হোটেল হলি গেটে নিয়ে আসা হবে।

স্বাস্থ্যবিধি ও সামাজিক দূরত্ব মেনে যাতে যাত্রীদের বহন করা যায় সে লক্ষ্যে আরটিসি’র ৩ টি বাস প্রস্তুত রাখা হয়েছে বলে জানিয়েছেন সিলেট জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (কোভিড-১৯ ও মিডিয়া সেল) শামমা লাবিবা অর্ণব।

তিনি বললেন, এসব যাত্রীদের প্রথমে হোটেল হলি গেট নিয়ে আসা হবে। হলি গেটে আসার পর যদি কারো হোটেল পছন্দ না হয় সে ক্ষেত্রে তাঁকে হোটেল স্টার প্যাসিফিকে নেওয়া হবে।

কোয়ারেন্টাইনের ক্ষেত্রে বাধ্যবাধকতার কথা জানিয়ে সহকারী কমিশনার (কোভিড-১৯ ও মিডিয়া সেল) শামমা লাবিবা অর্ণব বলেন, হোটেলে থাকা অবস্থায় কেউ যাতে পরিবারের সাথে সরাসরি সাক্ষাৎ করতে না পারেন সে বিষয়টি কঠোর ভাবে নিশ্চিত করা হবে।

এর আগে ওই ফ্লাইটে করে দেশে আসার জন্য আরও ১৫২ জন যাত্রী টিকিট করেছিলেন। কিন্তু হঠাত করে গতকাল এক সাথে ১৫২ জন যাত্রী টিকিট বাতিল করায় যুক্তরাজ্যের হিথ্রো বিমানবন্দর থেকে ৪৮ জন যাত্রী দেশে আসবেন বলে জানিয়েছে ছিলো বিমান বাংলাদেশ সিলেট কার্যালয়।

সব মিলিয়ে ইতোমধ্যে যুক্তরাজ্য থেকে বাংলাদেশে এ পর্যন্ত মোট ৫১১ জন যাত্রী সিলেটে এসেছেন। আর আজ নতুন করে আজ দেশে ফেরা ৪২ জন যাত্রীসহ করোনার নতুন ‘স্ট্রেন’ ছড়িয়ে পড়ার পর সিলেটে মোট সাড়ে ৫ শতাধিক যাত্রীর আগমন হচ্ছে বলে জানিয়েছেন জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার (কোভিড-১৯ ও মিডিয়া সেল) শামমা লাবিবা অর্ণব।

এদিকে আগামী ১৪ দিন যাতে এক সাথে ৭ শত বিদেশফেরতদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিত করা যায় সে লক্ষ্যে জেলা প্রশাসন প্রস্তুতি নিচ্ছে। এসব যাত্রীদের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন নিশ্চিতে মোট ১০ টি হোটেল প্রস্তুত করা হচ্ছে। আপাতত ২ টি হোটেল চূড়ান্ত করা হলেও বাকিগুলোর সাথে আলোচনা চলছে। এসব হোটেলে যুক্তরাজ্য ফেরত সকলেই নিজ খরচে কোয়ারেন্টাইনে থাকতে হবে।

এর আগে গত ২৯ ডিসেম্বর যুক্তরাজ্য ফেরতদের কোয়ারেন্টাইনে রাখার বিষয়ে সিলেটের বিভাগীয় কমিশনারের কার্যালয়ে একটি সভা হয়। সভায় সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন বিআরডিটিআই ক্যাম্প এবং যাত্রীদের আর্থিক অবস্থা অনুযায়ী বিভিন্ন হোটেলে ১৪ দিন কোয়ারেন্টিনে রাখার সিদ্ধান্ত হয়। যারা কোয়ারেন্টাইনের খরচ দিতে পারবেন না তারা থাকবেন সেনাবাহিনীর তত্ত্বাবধানে থাকা সিলেটের শাহপরাণ এলাকার বিআরডিটিআই ক্যাম্পে। যারা টাকা দিয়ে মোটামুটি মানের হোটেলে থাকতে চাইবেন তাদের জন্য সে রকম ব্যবস্থা করা হবে এবং যারা ভালো হোটেলে থাকতে চাইবেন তাদের জন্য ভালো হোটেলের ব্যবস্থা করা হবে বলে সিদ্ধান্ত গ্রহণ করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *