বিয়ানীবাজার উপজেলার, বৈরাগীবাজারের জামেয়া দারুস সুন্নাহ মোহাম্মদিয়া মাদ্রাসার নতুন ভবন উদ্বোধন হিফজ শাখা ও তৃতীয় শ্রেণীর সবক প্রদান সহ আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকাল ১১ টা থেকে বিকাল পর্যন্ত ঐতিহ্যবাহী দ্বীনি বিদ্যাপিঠ জামিয়া দারুসসুন্নাহ মোহাম্মদিয়া মাদ্রাসার শিক্ষার্থীরা বিভিন্ন ইভেন্ট সবক লেখা প্রদর্শন ও বক্তরা আলোচনা প্রদান করেন।

মাদ্রাসার বাস্তবায়ন কমিটির সভাপতি মাওলানা আব্দুর নূর এর সভাপতিত্বে, আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হযরত মাওলানা হাফিজ আব্দুল গফফার সাহেব রায়পুরী, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মুফতি হযরত মাওলানা আবুল হাসান, শায়খুল হাদিস জামেয়া দারুসসুন্নাহ লামারগ্রাম মাদ্রাসা, এএফএম আবু তাহের চেয়ারম্যান কুড়ারবাজার ইউপি।

দোয়া মাহফিলে বক্তব্য প্রদান করেন মাওলানা আব্দুর রব শিক্ষক হাজী গিয়াস উদ্দিন হাফিজিয়া মাদ্রাসা, শিক্ষা সচিব মাওলানা আবু তৈয়্যব, বৈরাগীবাজার সিনিয়র মাদ্রাসার সাবেক ভারপ্রাপ্ত অধ্যক্ষ হযরত মাওলানা আব্দুর রহিম, হযরত মাওলানা আছার উদ্দিন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বৈরাগীবাজার সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মাহবুব আহমদ, মাদ্রাসার মহতামিম মাওলানা জামিল আহমদ, শিক্ষক মাওলানা ইজ্জত আলী, মাদ্রাসা বাস্তবায়ন কমিটির সাধারণ সম্পাদক মাওলানা আব্দুর রহমান, সহসাধারণ সম্পাদক মাওলানা হোসেন আহমদ, সালিক আহমদ, নজরুল ইসলাম, আজাদ হোসেন বৌলা প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *