সিলেট জেলার জৈন্তাপুরে বিদেশি মদসহ ২ জন মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-৯।  

র‌্যাব জানায়, বুধবার (২৭ জানুয়ারি) সকাল সাড়ে ৮টার দিকে র‌্যাব-৯ এর একটি দল সিলেট জেলার জৈন্তাপুর থানাধীন ভিত্তিরখেল উত্তর এলাকা থেকে ২৪৬ বোতল বিদেশি মদসহ মাদক কারবারী মো. ফারুক (৪৫) ও হাফিজ আহমেদকে (২৫) আটক করে। ফারুক ওই এলাকার মৃত কনাই মিয়ার ছেলে ও হাফিজ আহমেদ জৈন্তাপুর থানার তুবাং গ্রামের ফরিদ আহমেদের ছেলে।  

পরে তাদের সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করে র‌্যাব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *