সিলেট পল্লি বিদ্যুৎ সমিতি ১ বিয়ানীবাজার জোনাল অফিস ডিজিএম অভিলাষ চন্দ্র পাল বি-বাড়ীয়া বনেচারাম পুর বদলি আদেশ।

বিয়ানীবাজার জোনাল অফিসে কর্মরত অবস্থায় খশির সড়কভাংণি হাজী টাওয়ারে ভাড়া থাকাকালীন হাজী টাওয়ারের পক্ষ থেকে ডিজিএম অভিলাষ চন্দ্র পালকে বিদায়ী সংবর্ধনা প্রদান করা হয়েছে। (২৭ ফেব্রুয়ারী) শনিবার ৯ ঘটিকায় হাজী টাওয়ারে বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সড়ক ভাংণী জামে মসজিদ পরিচালনা কমিটির সভাপতি ওলিউর রহমান, মানিক মিয়া, মো ইকরামুল হক সহকারী অধ্যাপক বিয়ানীবাজার কামিল মাদ্রাসা, মো মনসুর আলম এরিয়া মযানেজার প্রান গ্রুপ, সুলতান আহমদ সিনিয়র শিক্ষক বিয়ানীবাজার কামিল মাদ্রাসা, ওয়েছ আহমদ অভিভাবক সদস্য বৈরাগীবাজার উচ্চ বিদ্যালয়, শহীদ আহমদ, নুরুল আলম।