এক মাস সিয়াম সাধনার পর এলো খুশির ঈদ।আমাদের মুসলিম ধর্মের প্রদান উৎসব হলো দুই ঈদ। মহামারী করোনাকালে ও আমাদের ঈদের আনন্দ তেমন ব্যাঘাত ঘটে নাই। সারাদেশে চলছে ঈদের উৎসব। ঈদ মানে আনন্দ, ঈদ মানে খুশি। ঈদ মানে হাজার কষ্টের মাঝে ও একটুখানি হাসি। নতুন সকাল নতুন দিন, শুভ হোক ঈদের দিন।
সবার স্বপ্নগুলো সত্যি হোক, সকল আশা পূরণ হোক, দুঃখ দূরে যাক, সুখে জীবন ভরে যাক। যে যেখানেই অবস্থান করেন না কেন, ঈদ বয়ে আনুক সবার জন্য আনন্দ। আগামী দিনগুলো সবার জন্য সাফল্য বয়ে আনুক। সবাইকে ঈদ মোবারক। ।
রুহুল আমিন (সুমন) যুক্তরাজ্য প্রবাসী ও বৈরাগীবাজার নিউজ ডটকম এর উপদেষ্টা।