বিয়ানীবাজার উপজেলার, বৈরাগীবাজারের খশির বন্দ হাতিটিল্লাহ গ্রামের মুক্তিযোদ্ধা মৃত নায়েক দুদু মিয়ার বাড়ী রাস্তার সিসি ঢালাই কাজের আজ (২৭ জুন) রবিবার সকাল ১১ ঘটিকায় উদ্বোধন করলেন কুড়ারবাজার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এএফএম আবু তাহের।

৮নং ওয়ার্ড ইউপি সদস্য মাসুম আহমদ এর প্রচেষ্টায় এই কাজের উদ্বোধনের সময় তিনি জানান এলজিএসপি (৩) এর আওতায় তিন লক্ষ টাকা ব্যয় ২৮০ ফুট রাস্তার সিসি ঢালাইয়ের কাজের শুরু করতে পেরে ভালো লাগছে, এই রাস্তা ঢালাইয়ের মাধ্যমে আজ দীর্ঘ দিনের কাদা যুক্ত রাস্তা থেকে পরিত্রান পাবেন এই এলাকার মানুষ।

কুড়ারবাজার ইউপি চেয়ারম্যান এএফএম আবু তাহের বলেন কুড়ারবাজার ইউপি খশিরবন্দ হাতিটিল্লাহ গ্রামের মুক্তিযোদ্ধা মৃত নায়েক দুদু মিয়ার বাড়ীর রাস্তার পাকা করনের কাজের উদ্বোধন করতে পেরে আমি খুশি, অনেক সময় কুড়ারবাজার রোডের রাস্তা সরু হওয়া এই রাস্তা দিয়ে ছোট ছোট যান সহজে যেতে পারতো। সব সময় কাদা লেগে থাকতো সেখান থেকে সুবিধা এলাকার মানুষ।

এই রাস্তা পাকাকরন করায় গ্রামবাসী কুড়ারবাজার ইউপি চেয়ারম্যান এএফএম আবু তাহের ও ইউপি সদস্য মাসুম আহমদ সহ সংশ্লীষ্ট সকলকে কৃতজ্ঞতা জানান।

এ সময় উপস্থিত ছিলেন সাবেক ইউপি সদস্য আব্দুল জলিল, তবসির আলী সহ গ্রামের মুরব্বিয়ান উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *