বাংলাদেশ আওয়ামীলীগের প্রেসিডিয়াম সদস্য, সাবেক শিক্ষামন্ত্রী জননেতা নুরুল ইসলাম নাহিদ এমপি দুই দিনের জন্য মঙ্গলবার (২২ জুন) সকালে সিলেট এসে পৌঁছেছেন।
তাকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে স্বাগত জানান সিলেট – ৩ আসনের উপ নির্বাচনে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হাবিবুর রহমান হাবিব, সিলেট জেলা আওয়ামীলীগের সহ সভাপতি এবং সিলেট জেলা ও দায়রা জজ আদালতের পিপি এডভোকেট নিজাম উদ্দিন, সিলেট জেলা আওয়ামীলীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক অ্যাডভোকেট মোহাম্মদ আব্বাছ উদ্দিন, সদস্য সৈয়দ মিসবাহ উদ্দিনসহ নেতৃবৃন্দ।