সিলেটের গোয়াইনঘাটে দুবাই প্রবাসীর স্ত্রীর ঘর থেকে এক যুবকের লাশ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত সাড়ে ১২টার দিকে গোয়াইনঘাট উপজেলার রুস্তুমপুর ইউনিয়নের টুকইর (যথানাথা) গ্রামের দুবাই প্রবাসী আলাউদ্দিনের স্ত্রী সাফিয়া বেগমের (৩৫) ঘর থেকে লাশটি উদ্ধার করা হয়। এ ঘটনায় জিজ্ঞাসবাদের জন্য সাফিয়াকে থানায় নিয়েছে পুলিশ।

মারা যাওয়া যুবকের নাম মইনুল ইসলাম (৩৫)। তিনি একই গ্রামের মৃত রহমত আলীর ছেলে।

পুলিশ জানায়, বুধবার দিবাগত রাত ১২টার দিকে তারা খবর পান সাফিয়া বেগমের ঘরে এক যুবকের লাশ পড়ে আছে। খবর পেয়ে গোয়াইনঘাট থানার ওসি পরিমল চন্দ্র দেব একদল পুলিশ নিয়ে ঘটনাস্থল থেকে মইনুল ইসলামের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করেন।

যুবকের মৃত্যু রহস্য উদঘাটনে সাফিয়া বেগমকে থানায় আনা হয়েছে বলে জানিয়েছেন ওসি পরিমল চন্দ্র দেব।

সূত্রঃ সিলেটভিউ২৪ডটকম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *