করোনা রোগী শনাক্তের দিক থেকে এবার নতুন রেকর্ড গড়েছে সিলেটের প্রবাসী অধ্যুষিত বিয়ানীবাজার উপজেলা। প্রথমবারের মতো এই উপজেলায় একসাথে সর্বাধিক ৫০জন করোনা রোগী শনাক্ত হয়েছেন। এ নিয়ে বিয়ানীবাজারে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা দাড়িয়েছে ৮০১ জনে।

গত ২৪ জুলাই বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ৭১ জনের নমুনা সংগ্রহ করে সিলেটের ওসমানী ও শাবি ল্যাবে পাঠানো হয়। এর মধ্যে করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন ৪৮ জন। এ ছাড়া ২৭ জুলাই সিলেটের দুটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় বিয়ানীবাজারের আরও দুজনের শরীরের করোনার অস্তিত্ব শনাক্ত হয়েছে।

বিয়ানীবাজারে গত বছরের ২৪ এপ্রিল প্রথম করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়। আর প্রথম মৃত্যু ঘটে ওই বছরের মে মাসে। বিয়ানীবাজারে করোনা পরিক্ষায় আক্রান্তের হার ৭৫ শতাংশেরও বেশি। পাশাপাশি মৃত্যুর হারও এই উপজেলায় আশঙ্কাজনক। শনাক্তদের মধ্যে মৃত্যুর হার প্রায় ১০ শতাংশের কাছাকাছি।

এদিকে, করোনা সংক্রমণের এমন ঊর্ধ্বগতিতে শঙ্কা প্রকাশ করেছেন স্থানীয় স্বাস্থ্য বিভাগের দায়িত্বশীলরা। আর সেকারণেই জনসাধারণকে স্বাস্থ্যবিধি মেনে চলার আহবান জানিয়েছেন উপজেলা স্বাস্থ্য বিভাগসহ প্রশাসনিক কর্মকর্তা ও জনপ্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *