
প্রবাস ডেক্স : আমেরিকায় বৈরাগীবাজারের এলাকা বাসির উদ্দোগে প্রতি বছরের ন্যায় এবারও আগামী ৫ই সেপ্টেম্বর রোজরবিবার নিউইয়র্কের “কুইনস ব্রিজ Park “ এ সকাল ৯ থেকে অনুষ্ঠিত হয়ে চলবে বিকাল ৭ টা পর্যন্ত ।
অত্র পিকনিক আয়োজন কারিদের আহ্বানে বৃহত্তর বৈরাগীবাজার এলাকাবাসীর সহযোগিতা এবং উপস্থিতি এই ক্ষুদ্র প্রয়াসকে মুখরিত ও মধুময় করে তুলবে বলে আশা প্রকাশ করেন সংশ্লিষ্ট আয়োজনের কর্মকর্তা বৃন্দ ।

অত্র পিকনিকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বাংলাদেশ বিয়ানীবাজার সামাজিক ও সাংস্কৃতিক সমিতি ইউএসএ– এর সভাপতি জনাব মকবুল রহিম (চুনই)
আমন্ত্রীত অতিথি হিসেবে থাকবেন বলে আশ্বাস প্রদান করেছেন
বৈরাগীবাজার আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি জনাব সুনাম উদ্দিন
বিশিষ্ট শিক্ষানুরাগী ও বিশিষ্ট সমাজ সেবক জনাব মুহিব আলী
বিশিষ্ট শিক্ষানুরাগী ও বৈরাগীবাজার আইডিয়াল কলেজের প্রতিষ্ঠাতা সদস্য জনাব মোঃ আবুল হোসেন

মিশিগান বিয়ানীবাজার সমিতির নির্বাচন কমিশনার সদস্য ও বৈরাগীবাজার সিনিয়র মাদরাসার সাবেক শিক্ষক জনাব মাও. নূর ইসলাম।
উক্ত অনুষ্ঠানে আরও উপস্থিত থাকবেন বৈরাগীবাজার আলিম মাদ্রাসার সাবেক সিনিয়র শিক্ষক জনাব মৌলভী নুরুল ইসলাম
এবং বিশিষ্ট শিক্ষানুরাগী এবং মুরুব্বী জনাব ছফর উদ্দিন।
এছাড়া উক্ত পিকনিকে সম্মাননা পুরস্কার প্রদান করা হবে মহামারি করোনা কালিন সময়ে নানান ধরনের সামাজিক কার্যকলাপ সম্পাদন কারি সংস্থা
এস্টেরিয়া ওয়েলফেয়ার সোসাইটি ইউএসএ ইনক এর সভাপতি জনাব সোহেল আহমেদ ও সাধারণ সম্পাদক জনাব জাবেদ উদ্দিন কে ।
এছাড়াও ১০ জন অতিথিকে সম্মাননা স্মারক প্রদান করা হবে বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানান ।
পিকনিকের সার্বিক তত্ত্বাবধানে থাকা জনাব আল আমিন জিলার সাথে পিকনিকের বিষয় নিয়ে আলোচনায় উনি জানান – আমাদের এলাকার সকল মুরুব্বী , যুবক , প্রত্যেক পরিবারের সকল সদস্য সহ বাঙ্গালি কমিউনিটির সকল কে পিকনিকের উপস্থিত হওয়ার নিমন্ত্রন করেছি ।
সবাই উপস্থিত থাকার আশ্বাস প্রকাশ করেছেন ।
পিকনিকে ফল–মূল , বিভিন্ন ধরনের পানিয় সহ দুপুরের খাবারের ব্যাবস্থা রয়েছে ।
পিকনিকের আমন্ত্রনে এবং সার্বিক আয়োজনে রয়েছেন –
আহ্বায়ক
কাওছার আহমেদ মারুফ
যুগ্ম আহবায়ক
মাসুক আহমেদ দিপু
সার্বিক তত্ত্বাবধানে
আল–আমিন জিলা
সদস্যঃ
শাহিদ আহমেদ
হান্নান উদ্দিন
দেলোয়ার মিয়া
ও
কামরুল আলম মিন্টু