সিলেটের গোয়াইনঘাটে পুলিশের অভিযানে ৬০ পিস ইয়াবাসহ এক যুবককে আটক করা হয়েছে। আটক যুবকের নাম রজব আলী(২২)। তিনি উপজেলার ছৈলাখেল গ্রামের নশু মিয়ার ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, বুধবার (২২ সেপ্টেম্বর) রাতে গোপন সংবাদের ভিত্তিতে থানার উপ-পরিদর্শক (এসআই) লিটন রায় ও সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মারুফ আল মুকিতসহ সঙ্গীয় ফোর্স জাফলং চা-বাগান এলাকায় অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ রজব আলীকে আটক করেন।
গোয়াইনঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিমল চন্দ্র দেব ইয়াবাসহ একজনকে আটকের সত্যতা নিশ্চিত করে বলেন, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম মহোদয়ের সার্বিক দিকনির্দেশনায় গোয়াইনঘাট থানা এলাকায় নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করা হচ্ছে। এরই ধারাবাহিকতায় পুলিশ অভিযান চালিয়ে ৬০ পিস ইয়াবাসহ রজব আলীকে আটক করেছে। তার বিরুদ্ধে মামলা রুজু করে আদালতের মাধ্যমে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।