সিলেট জেলার জকিগঞ্জ থেকে পরিত্যক্ত অবস্থায় ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
বৃহস্পতিবার (২৩ সেপ্টেম্বর) বিকাল সাড়ে ৫টায় অতিরিক্ত পুলিশ সুপার মো. সামিউল আলম এবং এএসপি তুহিন রেজার নেতৃত্বে র্যাব-৯ (ইসলামপুর, সিলেট ক্যাম্প) এর একটি গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে উপজেলার মাদারখাল থেকে এসব ইয়াবা উদ্ধার করে। তবে কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিষয়টি নিশ্চিত করেছেন র্যাব-৯ এর মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।
তিনি জানান- উদ্ধারকৃত ইয়াবা ট্যাবলেট জকিগঞ্জ থানায় জিডি মূলে হস্তান্তর করা হয়েছে।