ফেসবুকে মন্তব্যের জের ধরে হামলা ও সংঘর্ষের ঘটনায় সিলেটের বিয়ানীবাজার থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলা দায়েরের পর পুলিশ অভিযুক্তদের মধ্যে তিনজনকে গ্রেপ্তার করেছে।

গতকাল শুক্রবার (২৪ সেপ্টেম্বর) রাতে সংঘর্ষে গুরুতর আহত সাবেক ফুটবলার ফয়ছল আহমদ ডালিমের ভাই আবুল হাসনাত বাদী হয়ে থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সেটি মামলা হিসেবে গ্রহণ করে। মামলা দায়েরের পর হামলার ঘটনায় আহত অপরপক্ষের কলিম উদ্দিন, সামসুল আলম ও আবু বক্করকে গ্রেপ্তার করে পুলিশ।

এদিকে, গুরুতর আহত ডালিম আহমদকে শুক্রবার রাতে ঢাকায় প্রেরণ করা হয়েছে। তার পেট ও বুকে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। সংকটাপন্ন অবস্থায় তাকে বিষেশায়িত অ্যাম্বুল্যান্সে করে ঢাকায় প্রেরণ করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা ও লাউতা বিট অফিসার হিমেল জানান, ঘটনার পর থেকে পুলিশ উদ্ভুত পরিস্থিতি নিয়ন্ত্রণ করেছে। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

বিয়ানীবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, হামলা ও সংঘর্ষের ঘটনায় একটি পক্ষ থানায় অভিযোগ দায়ের করলে পুলিশ সেটি মামলা হিসেবে গ্রহণ করে। এ ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *