জ্যৈষ্ঠ প্রতিবেদকঃ প্রতিবেদকঃ বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজার আইডিয়াল কলেজের আজীবন দাতা সদস্য পেট্রোবাংলা সাবেক চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) মো: মুক্তাদির আলী’র স্মরণে শনিবার সকাল ১১ ঘটিকায় কলেজ অডিটোরিয়ামে শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

সমাজ বিজ্ঞান প্রভাষক সিরাজুল ইসলাম এর সঞ্চালনায়, কলেজের আজীবন দাতা সদস্য আখতারুজ্জামান আজব আলী’র সভপতিত্বে অনুষ্ঠিত সভায় অনুষ্ঠান শুরুতে পবিত্র কুরআন থেকে তেলাওয়াত পাঠ করেন কলেজ অফিস সহকারী শাব্বির আহমদ, অর্থনীতির প্রভাষক মো: জাহাঙ্গীর আহমদের স্বাগত বক্তব্য শেষে বক্তব্য রাখেন বিদ্যোৎসাহী সদস্য আলী হাসান, রসায়নের প্রভাষক মো: মুহিকুল ইসলাম, কলেজ বাস্তবায়ন কমিটির সদস্য আব্দুল আজিজ, বিদ্যোৎসাহী সদস্য ডা. সমছুল হক, যুক্তরাজ্য প্রবাসী নুরুল ইসলাম, মেজর (অব:) মো: মুক্তাদির আলী পরিবারের পক্ষে বক্তব্য রাখেন সিজান আহমদ, মেজর (অব:) মো: মুক্তাদির আলীর ছোট ভাই যুক্তরাজ্য প্রবাসী ও বৈরাগীবাজার নিউজ ডটকম এর উপদেষ্টা রুহুল আমিন সুমন এর লিখিত বক্তব্য পাঠ ও নিজে বক্তব্য রাখেন কলেজ ভারপ্রাপ্ত অধ্যক্ষ আবুল হাসানাত, বৈরাগীবাজার সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মো: মাহবুব আহমদ, কলেজ গভর্ণি বডি সভাপতি মুঠোফোনে সংযুক্ত হয়ে বক্তব্য রাখেন ডা: মো: আছাদ উদ্দিন, আখতারুজ্জামান (আজব আলী)।

যুক্তরাজ্য প্রবাসী রুহুল আমিন সুমন লিখিত বক্তব্যের অংশ তুলে ধরা হলো আমার শ্রদ্ধের বড় ভাই মেজর (অবঃ) মুক্তাদীর আলী ২০শে আগস্ট না ফেরার দেশে পাড়ি জমান। সবাই উনার রুহের আত্বার মাগফেরাতের জন্য দোয়া করবেন। তিনি ১৯৬৮ সালে পঞ্চখন্ড হরগোবিন্দ উচ্চ বিদ্যালয় হইতে কৃতিত্বের সহিত SSC প্রথম বিভাগে পাশ করেন। ১৯৭০ সালে Sylhet MC কলেজ হইতে প্রথম বিভাগে HSC পাশ করেন। তারপর ভর্তি হন BUET এ। ১৯৭১ সালে যুদ্ধ শুরু হলে ঝাপিয়ে পড়েন দেশ স্বাধীনে। আমার বাবা ছিলেন গর্বিত মুক্তিযোদ্ধার পিতা। ১৯৭২ সালে সেনাবাহিনীতে কমিশন লাভ করে second lieutenant হন।১৯৮২ সালের April মাসে সেনাবাহিনী হতে স্বেচ্ছায় অবসরে যান। কিছুদিন পর যোগ দেন BPC তে।
Titas Gas এ তিনি দীর্ঘ সময় MDর দায়িত্ব নিষ্ঠার সাথে পালন করেন। ।BAPEX ও Sylhet Gas Field এ MDর দায়িত্ব পালন করেন। ।পরে Petrobangla এবং Bangladesh Petrolium corporation এ Chairman র দায়িত্ব পালন করেন।
কানাডিয়ান কোম্পানি সিমিটারের সাথে লন্ডন কোর্টে যখন শুনানি চলে, তখন তিনি বাংলাদেশ সরকারের প্রতিনিধিত্ব করেন।

দেশের জ্বালানির উন্নয়নে সরকারের প্রতিনিধি হয়ে বিভিন্ন দেশ ভ্রমণ ও দেশের সাথে চুক্তির দায়িত্ব পালন করেন। সর্বোপরি আমার বাবার মতো ধর্ম পরায়ন ও সৎ ছিলেন। কর্মক্ষেত্রে সততার সাথে নির্দেশনাই ছিলো উনার আদর্শ।
১৯৭৯ সালে মির্জাপুর ক্যাডেট কলেজের Adjudent Major ছিলেন,তখন থেকেই আমি আমার বড় ভাইয়ের সাথে ছিলাম। তিনিই আমার আদর্শ।

বক্তারা আরো বলেন বীর মুক্তিযোদ্ধা মেজর (অব:) মো: মুক্তাদির আলীর মত মানুষ এই এলাকায় এই অঞ্চলে দ্বিতীয় কেউ আর আসবেনা এই সৎ গুণী মানুষকে শ্রদ্ধা জানাই। তিনির আত্বার মাগফিরাত কামনা করেন।

এসময় উপস্থিত ছিলেন আমিরুল ইসলাম দুলাল, হাজী জালাল উদ্দিন, শিক্ষক আব্দুল মালেক, সেলিম রেজা, রমজান আলী, কেজি স্কুলের সভাপতি আবুল কালাম মনু, মরহুমের ছোট ভাই আবুল কালাম আবুল, তুতিউর রহমান তুতা, আব্দুস সালাম আবুল, শামস উদ্দিন সহ সকল শিক্ষক শিক্ষিকা ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠান শেষে মো: মুক্তাদির আলী’র রুহের আত্বার মাগফিরাত কামনায় দোয়া করেন বৈরাগীবাজার কেন্দ্রীয় জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা শামছুল ইসলাম।

উলেখ্যঃ পেট্রোবাংলা ও বিপিসির সাবেক চেয়ারম্যান, বীর মুক্তিযোদ্ধা মেজর (অবঃ) মোঃ মুক্তাদির আলী গত ২০ আগষ্ট মস্তিষ্কের রক্তক্ষরণজনিত কারণে ঢাকা সম্মেলিত সামরিক হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *