বিয়ানীবাজার উপজেলার বৈরাগীবাজারের খশির (নামনগর) নিবাসী, কুড়ারবাজার ইউপির আনসার বিডিপির কমান্ডার আজিজুর রহমান বৃহস্পতিবার রাত ৮:৩০ মিনিটের সময় সিলেট রাগিব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ব্রেইস স্ট্রোক করে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
মরহুমের জানাযার সময় সূচী শুক্রবার দুপুর ২ঃ১০ মিনিটের সময় খশির (নামনগর) জামে মসজিদে অনুষ্ঠিত হবে।