অনেক ঘাত প্রতিঘাত অতিক্রম করে বৈরাগীবাজার নিউজ ডটকম আজ তৃতীয় বর্ষে পদার্পণ করলো।।এর জন্য আমি মোবারক বাদ জানাই সম্পাদক, সংবাদ বাহকসহ সকল উপদেষ্টাবৃন্দকে।
কালের গর্বে যখন সবকিছু হারিয়ে যাওয়ার উপক্রম, তখন নিউজ ডটকম ধুমকেতুর মতো আবির্ভাব হয়।সবকিছুকে ছাপিয়ে নিরপেক্ষ সংবাদ পরিবেশন করে বেশ প্রশংসিত হয়।।গ্রাম থেকে শুরু করে জাতিয় পর্যায়ের সংবাদ পরিবেশনের মাধ্যমে নিরপেক্ষতার স্বাক্ষর রাখতে সক্ষম হয়।
অনেক প্রতিবন্ধকতার মধ্যে ও সামনে এগিয়ে যাওয়ার জন্য সবার সম্মিলিত ও আন্তরিক সহযোগিতার প্রয়োজন। ।পরিশেষে নিউজ ডটকম’র সাথে সংশ্লিষ্ট সকলকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা। বৈরাগীবাজার নিউজ ডটকম এর আগামী দিনগুলো হউক মসৃণ ও সাফল্য। ।
মোঃ রুহুল আমীন (সুমন) যুক্তরাজ্য প্রবাসী, উপদেষ্টাঃ বৈরাগীবাজার নিউজ ডটকম।