টানা তিন ম্যাচ হেরে সেমিফাইনালের আশা কার্যত শেষ বাংলাদেশের।
প্রথম দুই ম্যাচে লড়াইটাই করতে পারেনি বাংলাদেশ। তবে শুক্রবার শারজায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে হাড্ডাহাড্ডি লড়াই করেছে টাইগাররা। মাত্র ৩ রানে হেরে গেছে মাহমুদউল্লাহর দল।
এর আগের দুই ম্যাচ নিয়ে টাইগারদের যারা সমালোচনা করেছেন তাদের অনেকেই এবার বাহবা দিয়েছেন মাহমুদউল্লাহদের।
হেরে গেলেও বাংলাদেশ দলের অসহায় আত্মসমর্পণ দেখেননি বলে জানিয়েছেন তারা।
তবে এর মধ্যেও অনেকে আবার আফসোস জানিয়ে সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ইশ! আমাদের যদি একজন আসিফ আলির মতো ফিনিশার থাকত।
এমন আফসোসের কারণ সঙ্গতই। কারণ প্রায় একই পজিশনে থেকে আফগানিস্তানের বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে পাকিস্তান। আর বাংলাদেশ হেরেছে। শুক্রবারের ম্যাচে উইন্ডিজের বিপক্ষে শেষ দুই ওভারে বাংলাদেশের প্রয়োজন পড়ে ২২ রানের। সেই ওভারে বাংলাদেশ নিতে পারে মাত্র ৯ রান। উইকেট হারায় ফর্মে ফেরা লিটন দাসের।
শেষ ওভারে জয়ের জন্য বাংলাদেশের প্রয়োজন ছিল ১৩ রান। মাহমুদউল্লাহ-আফিফ পেরেছেন নিতে মাত্র ৯। শেষ বলে চার রানের সমীকরণ মেলাতে ব্যর্থ হন মাহমুদউল্লাহ। সহজ ম্যাচ হাতছাড়া হয় বাংলাদেশ।
অথচ একই দিনের পরের ম্যাচে শেষ দুই ওভারের সময় বাংলাদেশের চাইতেও খারাপ পরিস্থিতিতে ছিল পাকিস্তান। শেষ দুই ওভারে পাকিস্তানের প্রয়োজন পড়ে ২৪ রানের। হাতে ছিল ৫ উইকেট। ক্রিজে আসিফ আলি। কিন্তু দলকে জেতাতে শেষ ওভারের প্রয়োজন পড়েনি তার।
১৯তম ওভারে করিম জানাতকে চারটি ছক্কা হাঁকিয়ে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন আসিফ আলী।
৬ বল বাকি থাকতেই ৫ উইকেটে আফগানিস্তানকে হারায় বাবর আজমের দল।
ক্রিকেট সমর্থকদের মতে, টি-টোয়েন্টি ম্যাচ কাকে বলে তা দেখিয়ে দিয়েছেন আসিফ। যা করে দেখাতে পারেননি মাহমুদউল্লাহরা। আসিফের মতো ফিনিশারের বড়ই অভাব রয়েছে বাংলাদেশ দলে।