জুড়ী উপজেলার সাগরনাল ইউনিয়নে‌র পাতিলাসাঙ্গন এলাকায় সুপারী চুরির কৈফিয়ত চাওয়ায় বাবাসহ দুই মেয়েকে কুপিয়ে আহত করার অভিযোগ পাওয়া গেছে। 
শনিবার (৩০ অক্টোবর) ভোরে এ ঘটনাটি ঘটে। 

আহতরা হলেন- পাতিলাসাঙ্গন গ্রামের চনু মিয়া (৫৫), আয়শা বেগম (১৮), রাশেদা বেগম(১৬)।
কুপিয়ে আহত করার বিষয়টি নিশ্চিত করেছেন সাগরনাল ইউনিয়নে‌র ২ নং ওয়ার্ডের ইউপি সদস্য শরফ উদ্দিন।
স্থানীয় সূত্রে জানা যায়, কুপিয়ে আহত করার অভিযোগে একই গ্রামের আব্দুল হাসিমের ছেলে কয়েস মিয়া (৪০) ও তার ভাই শামীম আহমদের (৩৫) বিরুদ্ধে থানায় অভিযোগের প্রস্তুতি চলছে।


জুড়ী থানার ওসি সঞ্জয় চক্রবর্তী বলেন, এ বিষয়ে মৌখিক অভিযোগ পেয়েছি। পরিবারের লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *