সিলেট মহানগরী এলাকায় ১৩ ঘন্টার জন্য বিশেষ নিষেধাজ্ঞা জারি করেছে পুলিশ। সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) পক্ষ থেকে এই নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। মূলত থার্টি-ফার্স্ট নাইটকে কেন্দ্র করে এসেছে এই নিষেধাজ্ঞা।

নিষেধাজ্ঞা সংক্রান্ত আদেশে স্বাক্ষর করেছেন এসএমপি কমিশনার নিশারুল আরিফ। সিলেট মেট্রোপলিটন পুলিশ অধ্যাদেশ-২০০৬ সালের ধারা ২৯, ৩০, ৩১ ও ৩২ এর প্রদত্ত ক্ষমতাবলে উদ্ভুত পরিস্থিতি নিরসনকল্পে তিনি এই নিষেধাজ্ঞা জারি করেছেন।

নিষেধাজ্ঞায় উল্লেখ করা হয়েছে, আজ শুক্রবার (৩১ ডিসেম্বর) বিকাল ৫টা থেকে আগামীকাল শনিবার (১ জানুয়ারি) ভোর ৬টা পর্যন্ত উন্মুক্ত স্থানে কোনো প্রকার গানবাজনা, সাংস্কৃতিক অনুষ্ঠান, ডিজে পার্টি, আতশবাজি বা পটকা ফুটানো নিষিদ্ধ। এই নিষেধাজ্ঞা কেউ অমান্য করলে তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেট মহানগর এলাকায় শান্তি-শৃঙ্খলা ও জননিরাপত্তা বজায় রাখার জন্য সবার সহযোগিতা চেয়েছে পুলিশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *