এশিয়া কাপের ১৫তম আসরে প্রথম দল হিসেবে সুপার ফোর নিশ্চিত করল আফগানিস্তান। গ্রুপ পর্বের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৫ উইকেটে হারানোর পর আজ দ্বিতীয় ও শেষ ম্যাচে বাংলাদেশকে হারিয়েছে ৭ উইকেটে।

১২৭ রানের লক্ষ্য টপকাতে নেমে দুই আফগান ওপেনারের মন্থর শুরু, ৪ ওভার উইকেট না দিলেও পঞ্চম ওভারে সাকিব আল হাসানের বল মারতে গিয়ে স্টাম্পিং হন ১১ (১৮) রান করা রহমানউল্লাহ গুরবাজ।

এদিন ধীরে রান তুলতে থাকেন হজরত উল্লাহ জাজাই। ২৬ বলে ২৩ রান করে এলবিডব্লু হন মোসাদ্দেকের বলে।

বাংলাদেশের দেওয়া ১২৮ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে শুরুটা বেশ ভালোই হয়েছে আফগানিস্তানের। রহমানুল্লাহ গুরবাজ ও হজরতউল্লাহ জাজাই মিলে খেলেছেন ৪ ওভার।

রান একটু ধীরে আসলেও লক্ষ্যের দিকেই এগোচ্ছিলেন দুই ওপেনার। তবে পঞ্চম ওভারের প্রথম বলে গুরবাজ ফিরলেন স্টাম্পিং হয়ে। সাকিবের করা বলটা ডাউন দ্য উইকেটে এসে খেলতে গিয়ে লাইন হারান এই ব্যাটার।

এর আগে সাকিবের দ্বিতীয় ওভারে জীবন ফিরে পান গুরবাজ। সাকিবের লেংথ বলে বাউন্ডারি মারতে গিয়ে লং অনে ক্যাচ তুলে দেন। যদিও তালুবন্দি করতে পারেননি মাহমুদউল্লাহ রিয়াদ। অনেকটা নাগালে থাকলেও হাতে রাখতে পারেননি সাবেক অধিনায়ক।

গুরবাজ ফিরেছেন ১৮ বল ১১ রান করে। আফগানিস্তানের সংগ্রহ ৭ ওভারে ১ উইকেটে ৩৫ রান। জিততে হলে প্রয়োজন আরও ৯৩ রান। ব্যাট করছেন হজরতউল্লাহ জাজাই (১৬) ও ইবরাহিম জাদরান (৭)।

ফরম্যাট টি-টোয়েন্টি হলেও প্রথম দশ ওভারে বাংলাদেশের সংগ্রহ ছিল ৫০ রান। এই ফরম্যাটের সঙ্গে যা একেবারেই বেমানান। এশিয়া কাপের ১৫তম আসরে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে বাংলাদেশ সংগ্রহ করেছে ৭ উইকেটে মাত্র ১২৭ রান। বিশ ওভারের খেলায় ৪৪ বলে রানই করতে পারেনি টাইগাররা।

শারজায় টস জিতে ব্যাট করতে নেমে দ্বিতীয় ওভারেই উইকেট হারায় বাংলাদেশ। মুজিব উর রহমানের প্রথম ওভারের শেষ বলে বোল্ড হয়ে সাজঘরে ফেরেন নাঈম শেখ (৬)। দ্বিতীয় ওভার করতে এসেও সেই শেষ বলে উইকেট নেন এই স্পিনার। আনামুল হক বিজয়কে (৫) ফেরান এলবিডব্লুর ফাঁদে ফেলে।

সাকিব আল হাসান নাভিন উল হককে পরপর দুটি চার মেরে ভালো কিছুর আভাস দিলেও বাধা হয়ে দাঁড়ান মুজিব। নিজের তৃতীয় ওভারের দ্বিতীয় বলে ১১ (৯) রানে বোল্ড করেন সাকিবকে।

রশিদ খান তার প্রথম ওভার করতে এসেই তুলে নেন মুশফিকুর রহিমের উইকেট। ১ রান করা মুশফিককে এলবিডব্লু করেন এই লেগ স্পিনার।

হালের হার্ড হিটার খ্যাতি পাওয়া আফিফ হোসেনকেও (১২) এলবিডব্লু করে ফেরান রশিদ। ৫৩ রানে ৫ উইকেটে হারিয়ে বিপাকে পড়া দলের হাল ধরেন মাহমুদউল্লাহ রিয়াদ ও মোসাদ্দেক হোসেন।

দুজনের জুট থেকে ৩৬ রান। লম্বা সময় অফ-ফর্মে থাকা মাহমুদউল্লাহ আজও রানের থেকে বেশি বল খেলেছেন। রশিদের বলে ক্যাচ দেওয়ার আগে ২৭ বলে করেন ২৫ রান। এক ঝাঁক ব্যর্থ ব্যাটারের মাঝে আলো ছড়িয়েছেন কেবল মোসাদ্দেক হোসেন। শেষ দিকে শেখ মেহেদীকে নিয়ে ৩৮ রানের জুটি বেঁধে মোসাদ্দেক খেলেছেন ৩১ বলে ৪টি চার ও ১ ছক্কায় ৪৮ রানের ইনিংস। মেহেদীর ব্যাটে আসে ১২ বলে ১৪ রান।

আফগানিস্তানের পক্ষে সমান ৩টি করে উইকেট নিয়েছেন মুজিব উর রহমান ও রশিদ খান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *