বিয়ানীবাজার পৌরসভাসহ আশপাশ এলাকায় বৃহস্পতিবার সকাল সন্ধ্যা বিদ্যুৎ থাকবে না। বিয়ানীবাজার পল্লীবিদ্যুতের জোনাল অফিস থেকে বুধবার  সন্ধ্যায় জানানো হয়।

বিয়ানীবাজার পল্লীবিদ্যুৎ সূত্রে জানা যায়, ৩৩ কেবি সঞ্চালন লাইনের উপর থেকে গাছের ডাল কাটা, লাইন রক্ষাবেক্ষণসহ জরুরী মেরামত কাজ চলমান রয়েছে। এর জন্য বিয়ানীবাজার পৌরশহরসহ আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিয়ানীবাজার পল্লীবিদ্যুৎ জোনাল অফিসের ডিজিএম ভজন কুমার বর্মণ বলেন, সাময়িক বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকায় গ্রাহকদের সাময়িক অসুবিধা হবে। এরজন্য আমরা আন্তরিকভাবে দুঃখ প্রকাশ করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *