সিলেট মহানগরের কাজির বাজার সেতুর নিচে সুরমা নদী থেকে অজ্ঞাত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে দক্ষিণ সুরমা থানাপুলিশ লাশটি উদ্ধার করে। 

সিলেট মেট্রোপলিটন পুলিশ (এসএমপি) সূত্র জানায়, সোমবার দুপুর পৌনে ১২টার দিকে কাজিরবাজার সেতুর নিচে সুরমা নদীতে খোজারখলার দিকে একটি বস্তাবন্দি লাশ দেখতে পেয়ে স্থানীয়রা জরুরি সেবা নাম্বার ৯৯৯-এর মাধ্যমে দক্ষিণ সুরমা থানাপুলিশকে অবগত করেন। 

খবর পেয়ে দক্ষিণ সুরমা থানার একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। অজ্ঞাত এই পুরুষের বয়স আনুমানিক ৩০ বছর। মৃতের পরণে নীল রঙ্গের জিন্সের প্যান্ট। তবে প্যান্টের ডান পায়ের হাটু পর্যন্ত কাটা। লাশের পুরো গায়ে কাদা মাখানো।

উদ্ধারের পর লাশ ময়না তদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেছে পুলিশ। 

লাশের পরিচয় সনাক্তের জন্য সিআইডি’র ক্রাইম সিন ইউনিট কাজ করছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *