সিলেটে ট্রেনে কাটা পড়া দ্বিখন্ডিত যুবকের লাশ উদ্ধার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৭ ডিসেম্বর) বিকেল ৩টার দিকে সিলেটের মোগলাবাজার থানাধীন লালমাটিয়ায় এ ঘটনা ঘটে।
নিহতের নাম আলী হোসেন (৩৫)। তিনি সিলেটের জকিগঞ্জ উপজেলার পশ্চিম বিলেরবন গ্রামের আবদুল খালেকের ছেলে। তিনি পেশায় সিএনজিচালিত অটোরিকশা চালক।
বিষয়টি সিলেটভিউ-কে নিশ্চিত করেছেন সিলেট রেলওয়ে থানার এস.আই মাজেদুল ইসলাম।
তিনি বলেন- লালমাটিয়ায় রেল লাইনের উপর দিয়ে একটি ছোট রাস্তা গেছে। বিকেল ৩টার দিকে রেল লাইন ক্রস করে সেই রাস্তা দিয়ে অটোরিকশা নিয়ে তড়িগড়ি করে যেতে গিয়ে সিলেটগামী ট্রেন সুরমা মেইলের নিচে পড়ে দ্বিখণ্ডিত হয়ে যান আলী হোসেন।
খবর পেয়ে মোগলাবাজার ও রেলওয়ে থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করেন।
এস.আই মাজেদুল ইসলাম জানান- লাশ বর্তমানে রেলওয়ে থানায় রয়েছে। নিহতের স্বজনদের খবর দেওয়া হয়েছে। ময়না তদন্তের সিদ্ধান্ত পরবর্তীতে নেওয়া হবে।