মৌলভীবাজারের কুলাউড়ায় সড়ক পরিবহন আইনে ১৮ জনকে ৯ হাজার ৯০০ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৬ ডিসেম্বর) দুপুরে শহরস্থ উছলাপাড়া এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানের সময় হেলমেট পরিধান না করা, অতিরিক্ত যাত্রী বহন, একইসঙ্গে যানবাহনের প্রয়োজনীয় কাগজপত্র ও ড্রাইভিং লইসেন্স না থাকার দায়ে ১৮ জনকে ৯ হাজার ৯০০ টাকা জরিমানা করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার বলেন, জনস্বার্থে ভ্রাম্যমাণ আদালত অব্যাহত থাকবে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনাকালে থানার এসআই আবদুল আলিমসহ পুলিশের একটি দল ইউএনওকে সহযোগিতা করে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *