ওয়ানডে ও টি-টোয়েন্টি সিরিজ খেলতে বাংলাদেশে এসেছে ইংল্যান্ড ক্রিকেট দল। ম্যাচ দিনকয়েক আগে রীতিমতো বোমা ফাটিয়েছেন বোর্ড প্রেসিডেন্ট নাজমুল হাসান পাপন। ক্রিকেট বিষয়ক ভারতের ওয়েবসাইট ক্রিকবাজকে দেওয়া এক সাক্ষাৎকারে পাপনের দাবি দলে গ্রুপি আছে, তিনি গ্রুপিং থামাতে ব্যর্থ হয়েছেন।

নাজমুল হাসান পাপন দলের এই গ্রুপিংয়ের জন্যে সাকিব আল হাসান ও তামিম ইকবালের দিকে আঙুল তুলেছেন।

এদিকে, সাক্ষাৎকার প্রকাশের পর পরই দলের আনুষ্ঠানিক এক সংবাদ সম্মেলনে ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবালের দাবি বাংলাদেশ দলে কোন গ্রুপি নেই। পারফরম্যান্স খারাপ হলে সবাই এমন কথা বলে!

রোববার (২৬ ফেব্রুয়ারি) আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে দলের আবহাওয়া খুবই ভালো বলে দাবি করেন তিনি। তামিম বলেন, দলের আবহাওয়া খুবই ভালো। সবকিছুই নর্মাল আছে। তার প্রমাণও আপনারা পাচ্ছেন। আমরা ওয়ানডেতে সবসময়ই ভালো ছিলাম, সবসময় বলব না অন্তত শেষ পাচ-ছয় বছর ধরেই ওয়ানডেতে আমরা ভালো। আমি কোনো পার্থক্য দেখছি না।

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের সভাপতি নাজমুল হাসান পাপন গতকাল এক সাক্ষাৎকারে বলেছেন, জাতীয় ক্রিকেট দলে এই মুহূর্তে সবচেয়ে বড় সমস্যা গ্রুপিং। আর এটা নিয়ে তিনি শঙ্কিত। তবে ঠিক পরের দিন ওয়ানডে দলের অধিনায়ক তামিম ইকবাল গ্রুপিং নিয়ে সব সন্দেহ দূর করে দিলেন। তিনি বলেন, তার ১৭ বছরের ক্যারিয়ারে বাংলাদেশ দলে কখনও গ্রুপিং দেখেননি।

তামিম বলেন, ১৭ বছর ধরে খেলছি। টিম ভালো না খেললেই এই শব্দ (গ্রুপিং) ব্যবহার করা হয়। ১৬ বছর আগেও দেখিনি, ১০ বছর আগেও দেখিনি।

তামিম আরও বলেন, এভ্রিথিং ইজ ভেরি ফাইন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *