ব্রুনাইয়ে কুমিরের আক্রমণে প্রাণ হারিয়েছেন সিলেটের জকিগঞ্জের এক প্রবাসী। মঙ্গলবার (২৫ এপ্রিল) কর্মক্ষেত্রের পাশে কুমিরের আক্রমণের শিকার হন তিনি।

জানা গেছে, একমাত্র শিশুসন্তান ও স্ত্রীকে রেখে জীবিকার তাগিদে প্রায় ৮ মাস পূর্বে ব্রুনাইয়ে পাড়ি জমান জকিগঞ্জের বীরশ্রী ইউনিয়নের বিপক গ্রামের মৃত ছিদ্দেক আলীর ছেলে বুরহান উদ্দিন (৩৮)।

ঘটনার দিন তার চিৎকারে সহকর্মীরা এগিয়ে এলেও কুমির তাকে টেনে নিয়ে যায়। পরে স্থানীয় প্রশাসন তার ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করে।
নিহত প্রবাসীর ভাতিজা জুয়েল আহমদ জানান, ফোনে এ খবরটি তাদেরকে জানানো হয়েছে।

তবে ঘটনাটি রহস্যময় দাবি করে তিনি বলেন, ময়নাতদন্ত শেষে মৃত্যুর কারণ জানা যাবে।

প্রবাসীর এমন মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *